এগারো বছর যাবত জিবন্ত লাশ মাটিরাঙ্গার শাহজাহান
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
বেঁচে থেকেও জিবন্ত লাশ হয়েছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা মোঃ শাহজাহান মিয়া।
অনুসন্ধানে জানা যায়, সনাক্তকারী স্থানীয় জনপ্রতিনিধি ও তথ্য সংগ্রহকারীর ভূলে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের ভৈয়ব টিলার বাসিন্দা -মোঃ মধু মিয়ার ছেলে দরিদ্র ও অসহায় মোঃ শাহজাহান মিয়া বেঁচে আছেন।
কিন্তু সনাক্তকারী স্থানীয় জনপ্রতিনিধি ও তথ্য সংগ্রহকারীর ভূলে প্রায় ১১ বছর ধরে মোঃ শাহজাহান মিয়াকে দেখানো হচ্ছে মৃত। বেঁচে থেকেও রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা থেকে হচ্ছে বঞ্চিত, কাগজপত্রে বা দালিলিকভাবে মৃত্যুবরণ করেছে ১১ বছর আগেই। এ যেনো জীবন লাশ।
বর্তমানে তার নামে নেই জাতীয় পরিচয় পত্র। ফলে সম্পদ ক্রয় বিক্রয়, সন্তানদের লেখাপড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে না পেরে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন তিনি।
স্বাভাবিকভাবে স্ব-শরীরে পৃথিবীতে বেঁচে থেকেও নিজের ও পরিবারের জন্য কিছুই করতে না পারায় যন্ত্রনা বুকে চেপে মানবেতর জীবনযাপন করছে শাহজাহান।
এ ছাড়াও তার প্রতিবন্ধী দুই সন্তানের ভরণপোষণ চালিয়ে সংসারের ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন প্রতিদিন।
সরকারি উদ্যোগে এনআইডি কার্ডের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হলে মৃত শাহজাহান মিয়া আবারো জীবিত হবেন সরকারের খাতায় ।
ভুল বসৎ সরকারীভাবে ভোটার তালিকা হতে কর্তন হয়ে মৃত তালিকায় লিপিবদ্ধ হওয়া নিজের নাম ও বাতিল করা জাতীয় পরিচয় পত্র পূণরায় সচল করতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ ও সহযোগী প্রত্যাশা করেছেন।