শিরোনাম:
এবার করোনায় আক্রান্ত পরিকল্পনামন্ত্রী
News Editor
- আপডেট সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১০৬৭ বার পড়া হয়েছে
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নভেল করোনাভাইরাসে আক্রান্ত। তবে তার শারীরিক তেমন কোনো সমস্যা নেই। বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনা পজিটিভ। তবে তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। কিন্তু বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
ধর্ষকরা হল পশু, তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড: প্রধানমন্ত্রী
তার রোগ মুক্তির জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।













