ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে বুধবার ইসি এ মামলা দায়ের করে।
এর আগে গতকাল দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, নির্বাচনী আইনবিধি অনুযায়ী তার বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে মামলাও করা হবে। নির্বাচন পরিচালনার সময় একজন এমপি যে আচরণ করেছেন তা কাম্য নয়। তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন এবং আইনে যে বিধিবিধান আছে তার ব্যাপারে পরিপূর্ণভাবে সেই বিধান প্রযোজ্য হবে। এমপি হিসেবে এ ব্যাপারে আলাদাভাবে কোনো কিছু হবে না।
বিস্তারিত আসছে…
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।