এরদোয়ানের দুই শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত
- আপডেট সময় : ১২:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১০৬৪ বার পড়া হয়েছে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন শনিবার বলেছেন, তার মধ্যে করোনার মৃদু উপসর্গ রয়েছে এবং তিনি এজন্য চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি কতদিন ধরে অসুস্থ তা জানাননি।
ইব্রাহিম কালিন করোনায় আক্রান্ত হয়েছেন এ খবর সামনে আসার পর নিজের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। তিনি বলেন, ‘গত সোমবার অসুস্থবোধ করার পর তিনি, তার স্ত্রী ও মেয়ের সবার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘আমরা এখন কিছুটা ভালো বোধ করছি।’ প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে নিয়মিত যাতায়াত রয়েছে এই দুই শীর্ষ কর্মকর্তার।
এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৫ হজার ৩৬৭ জন।