DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে বিএনপির ভোট সংগ্রহ করতে হবে

Astha Desk
অক্টোবর ২৯, ২০২৪ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে বিএনপির ভোট সংগ্রহ করতে হবে

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ির মধ্যনগর এলাকার বিএনপির সাংগঠনিক অনুষ্টিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মধ্যনগর দাখিল মাদ্রাসা মাঠে ৫নং উল্টাছড়ি ইউপির ৩ নং মধ্যনগর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্টিত হয়।

মধ্যনগর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সুরুজ আলীর সভিপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।

উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ আল আমিনের সঞ্চালিত সভায় বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সিনিয়র যুগ্ন-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, যুগ্ন-সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম, মোঃ ইসমাইল, যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম, ছাত্রদলের সভাপতি মোঃ দিদারুল আলম প্রমূখ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী শাসনে নির্যাতিত হয়েছে বিএনপি পরিবাররা। প্রতিটি স্তরে স্তরে তারা নির্যাতিত হয়েছে। মামলা-হামলা, জেল-জুলুমের উপরই কেটে গেছে বছরের পর বছর। এই উল্টাছড়িতে গুটিকয়েক আওয়ামী লীগের পতিত সন্ত্রাসী পুরো ইউনিয়নটিকে ধ্বংসের পথে নিয়ে গেছে। বিএনপি পরিবারেরকে সব সময়ই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে এই আওয়ামী সন্ত্রাসীরা। এই আওয়ামী সন্ত্রাসীরা আর বাংলার ঘাঁটিতে ঠাঁই পাবে না। আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ লড়বো।

এছাড়াও আগামী সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ভোট সংগ্রহ করতে উপস্থিত সকলের নিকট আশাব্যক্ত করেন অতিথিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন, ৫নং উল্টাছড়ি ইউপি বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাসার প্রমূখ।

বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪