শিরোনাম:
কক্সবাজারের তেলবাহী ট্রাকের চাপায় দুই যুবক নিহত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:৩৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৫৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
কক্সবাজারের চকরিয়ায় উপজেলায় তেলবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাথপাড়ার রায়মোহন নাথের ছেলে শয়ন নাথ (২৫) ও ক্ষীরমোহন নাথের ছেলে শিপন নাথ (৩২)।
মহাসড়কের বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি (তদন্ত) মোঃ আনিসুর রহমান জানান, দুই যুবক রাত ১২টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
ওই এলাকায় চট্টগ্রামমুখী একটি তেলবাহী ট্রাক (চট্ট-মেট্রো-চ-৪১-০০৫৭) চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এ সময় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়।



















