কখনো মেডিকেলে পড়েননি, কোন প্রাতিষ্ঠানিক সনদও নেই,বিশেষজ্ঞ চিকিৎসক তিনি! কখনো মেডিকেলে পড়েননি, কোন প্রাতিষ্ঠানিক সনদও নেই, তারপরও উচ্চমাধ্যমিক পাশ করে বিভিন্ন কোর্স করেই ডাক্তার। বছরের পর বছর ধরে মা ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলায় নিজস্ব চেম্বারে রোগী দেখছেন। কথিত এই চিকিৎসকের নাম উত্তম কুমার সাহা। জেলার সিভিল সার্জন জানান, শিগগিরই ভুয়া চিকিৎসকদের আইনের আওতায় আনা হবে।
রোববার বাদে সপ্তাহে ছয়দিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত রোগী দেখেন উত্তম কুমার সাহা। রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে নিজস্ব চেম্বারে ৪০ বছর ধরে বিভিন্ন রোগের চিকিৎসা দিচ্ছেন তিনি।
অভিযোগ উঠেছে, কুমিল্লা প্যারা মেডিকেলে দু’মাস পড়ালেখা করেই বনে যান বিশেষজ্ঞ চিকিৎসক। কোন ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মা ও শিশু বিশেষজ্ঞ তকমা লাগিয়ে দিনরাত রোগী দেখছেন তিনি। ফি কম নেয়ায় অনেক রোগী তার কাছে চিকিৎসা নিতে এসে প্রতারিত হচ্ছেন।
রোগীরা বলেন, ছোটকাল থেকেই ওনার নাম শুনেছি। তখন থেকেই আসি। ওনার অনেক নাম ডাক। আগেও এসেছি।
কথিত ওই চিকিৎসক তার মাধ্যমিক পাস ভাগিনা বিক্রম সাহাকে স্বল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলেছেন চক্ষু বিশেষজ্ঞ। যার প্রমাণ মেলে সময় সংবাদের ধারণকৃত ফুটেজে।
চিকিৎসার কোন সনদপত্র দেখাতে পারেননি উত্তম কুমার সাহা। ডাক্তার পদবী ব্যবহার করতে পারে কিনা প্রতিবেদকের এমন প্রশ্নে নিজের ভুল স্বীকার করেন তিনি।
তিনি বলেন, সবধরনের রোগীই দেখতে হয়। তবে ডাক্তার উপাধি লিখা ঠিক হচ্ছে না। এসব হাতুড়ে ডাক্তারদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, একমাত্র এমবিবিএস এবং বিবিএস ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারে না। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত।
জেলা সিভিল সার্জন ডা. মো. এনামুল হক জানালেন, ভুয়া চিকিৎসকদের ধরতে অভিযান শুরু করেছেন তারা।
৬৩ বছর বয়সী উত্তম কুমার ৪০ বছর ধরে রোগীদের চিকিৎসা করছেন ডাক্তার পরিচয়ে।
আরো পড়ুন
এএসপি আনিসুল হত্যা : মাইন্ড এইড হাসপাতালের পরিচালক গ্রেপ্তার
অনেকে মুখে বললেও বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন না
পৃথিবীতে বঙ্গবন্ধুর মতো নেতা আসবেন না : তোফায়েল
আবদুল মান্নান বীর বিক্রমের কবর স্থানান্তরের অনুমোদন
পৃথিবীতে বঙ্গবন্ধুর মতো নেতা আসবেন না : তোফায়েল
আবদুল মান্নান বীর বিক্রমের কবর স্থানান্তরের অনুমোদন
স্মার্টফোন কিনতে ৪১,৫০১ শিক্ষার্থীকে সুদবিহীন ঋণ দিচ্ছে ইউজিসি
এএসপিকে হাসপাতালে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা