DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে জনকল্যাণ সোসাইটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত

Astha Desk
জুন ২, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদীতে জনকল্যাণ সোসাইটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত

 

কটিয়াদী প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় জনকল্যাণ সোসাইটির আয়োজনে জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদান রাখার জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার (২ জুন) সকালে আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া গ্রামে এ অনুষ্ঠান সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদান রাখার জন্য গাংকুল পাড়া জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন লিটন এবং তরুণ সমাজসেবক মোঃ হাবিবুল্লাহকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

এই উপলক্ষে মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও গাংকুল পাড়া জনকল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব নাসির উদ্দিন লিটন।

 

এতে আরও বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোমেন উদ্দিন জনি, গণ অধিকার পরিষদ কটিয়াদী উপজেলার আহ্বায়ক এবং মানবাধিকার কর্মী সৈয়দ আলী উজ্জামান মহসিন, সমাজ সেবক আব্দুল হান্নান, ছাত্র অধিকার পরিষদ কটিয়াদী উপজেলা কমিটির যুগ্ন আহ্বায়ক মোঃ ইমরান খান, জালালপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহমেদ প্রমুখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।