জেলা প্রতিনিধি:কন্যা সন্তানের বাবা-মাকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। ‘কন্যা সন্তান বোঝা নয় আশির্বাদ, কন্যা সন্তান আল্লাহর শ্রেষ্ঠ পুরস্কার। কন্যা সন্তান মা-বাবার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়ায় আগমন করে। কন্যা সন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সাথে সাথে’ এ রকম একটি পোস্ট দিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে। এছাড়াও, একই পোস্ট দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেসবুক পেজে। বিষয়টি সচেতন মহলের দৃষ্টিগোচর হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘আমি চাকরি সূত্রে বিভিন্ন স্থানে ঘুরেছি। ওইসব এলাকায় কন্যা সন্তান জন্ম হলে মায়েদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। যদিও সেটি এখন একান্তই খুব কম, তবুও বিষয়টি আমার খুবই খারাপ লেগেছে। আমাদের ভাবনাটাকে পরিবর্তন করতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের খবর দেখে আমার সত্যিই খারাপ লেগেছে। সেই খারাপ লাগা থেকে আমি এই উদ্যোগ নিয়েছি।’
পুলিশ সুপার জাহিদুল ইসলাম আরও বলেন, প্রত্যেকেরই ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে। কোনো কোনো পরিবার হয়ত উপহার নিতে ইচ্ছা পোষণ নাও করতে পারে, তবে ফুল তো নিবেই। প্রথমদিকে নিউ বন্ড বেবির একটি প্যাকেট দেওয়া হবে। পরিবারের আর্থিক সঙ্গতি দেখে অবস্থা বুঝে অন্য ব্যবস্থা নেওয়ারও পরিকল্পনা আছে।