শিরোনাম:
কমলাপুর রেলস্টেশনে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১০৬৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চার কেজি গাঁজাসহ আরিফ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে তার বাড়ি পিরোজপুরে।
সোমবার (১ মার্চ) সকালে কমলাপুর রেলস্টেশন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে চার কেজি গাঁজাসহ আরিফকে গ্রেফতার করে।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বাংলানিউজকে জানান, সকালে চট্টগ্রাম থেকে আসা তূর্ণা নিশিতা ট্রেন থেকে স্টেশনে নামলে রেলওয়েল গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে আটক করে।
পরে তার কাছে থাকা ব্যাগ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

















