বুধবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাকেন্দ্রে গিয়ে টিকা নেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন বলে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ জানান।
এছাড়া নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে টিকা নেওয়ার ছবি পোস্ট করে ওবায়দুল কাদের লিখেন, ‘আমরা আবার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে।’
দেশে ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণ টিকাদান। সোমবার পর্যন্ত ৫৩ লাখ ১৯ হাজারের বেশি মানুষ এ টিকার প্রথম ডোজ নিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ মার্চ এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১০ মার্চ করোনার টিকার প্রথম ডোজ নেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।