DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে এপ্রিল ২০২৫
ঢাকাশনিবার ১৯শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

করোনার কারণে স্পেনে প্রতি সপ্তাহে চাকরি হারাতে পারে ১৮ হাজার কর্মী

News Editor
অক্টোবর ৪, ২০২০ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে স্পেনের মাদ্রিদে নতুন করে আরোপিত লকডাউনের কারণে প্রতি সপ্তাহে ১৮ হাজার করে কর্মী তাদের চাকরি হারাতে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছে মাদ্রিদের স্থানীয় প্রশাসন। 

সম্প্রতি স্পেন সরকারের নেয়া সিদ্ধান্ত মেনে গত শুক্রবার মাদ্রিদে লকডাউন কার্যকর করা হয়েছে। করোনার এই দ্বিতীয় ধাক্কা সামলাতে ৮৮ কোটি ডলার খরচ হতে পারে বলেও জানানো হয়েছে।

সব আশঙ্কা সামনে রেখে সরকারের এই সিদ্ধান্ত পুনঃবিবেচনার জন্য গত শুক্রবার আবেদন করেছে মাদ্রিদের স্থানীয় প্রশাসন। আইনী পদক্ষেপ নিয়েছেন মাদ্রিদের আঞ্চলিক প্রধান দিয়াজ আয়ুসো। 

ভারতে করোনার চেয়ে ভয়াবহ মহামারী বিজেপি: মমতা

লকডাউনে অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি থাকায় সরকার বড় অংকের রাজস্ব থেকেও বঞ্চিত হবে। বলা হচ্ছে, এই করোনার কারণে মাদ্রিদের ৪৫ লাখ মানুষ তাদের দৈনন্দিন কাজকর্মে বাধার মুখে পড়বে। বার ও রেস্তোরাঁয় অর্ধেক সমাগম করা যাবে। 

করোনা সংক্রমণের সংখ্যা বিবেচনায় প্রথম ১০টি দেশের একটি স্পেন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, দেশটির প্রায় ৮ লাখ নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ৩২ হাজারের বেশি মানুষের। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭