মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা সামলাতে জারি করা কারফিউ কঠোরভাবে মানা হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসসহ নয় শহরে। শনিবার রাতে শহরগুলোর রাস্তাঘাট ফাঁকা থাকতে দেখা যায়।বুধবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ নয় শহরে কারফিউর ঘোষণা দেন। তিনি জানান, কারফিউ শনিবার রাত নয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত চার সপ্তাহ চলবে। প্যারিস, মারসেই, লিয়ন, লিল্লা, তুলুজিসহ নয়টি শহরের দুই কোটি বাসিন্দাকে কারফিউ মেনে চলতে হবে।
দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছিলেন যে, হাসপাতালের উপর চাপ পড়ার ঝুঁকি এড়াতে কারফিউগুলোর প্রয়োজনীয় ছিল। এদিকে ব্যবসা-বাণিজ্যে কারফিউর কারণে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন।
যুক্তরাষ্ট্রের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে : ট্রাম্প
প্যারিসের ইতালিয়ান রেস্তোরাঁ বিয়াঙ্কোর ম্যানেজার স্তেফানো আনসেলমো বলেন, নিশ্চিতভাবেই রেস্তোরাঁর কর্মচারীরা চাকরি হারাবেন। অনেক রেস্তোরাঁ দেউলিয়া হবে। এটা এক ধরনের দুর্যোগ।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার দেশটিতে রেকর্ডসংখ্যক ৩২ হাজার ৪২৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন শনাক্তের সংখ্যা ছিল ২৫ হাজার ৮৬।