করোনায় প্রাণ হারালেন সাবেক এমপি শামসুল
- আপডেট সময় : ০২:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১০৪৯ বার পড়া হয়েছে
মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শামসুল হক তালুকদার ছানু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।তিনি জাতীয় পার্টির সাবেক এমপি এবং একাধিকবার ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
জানা যায়, রোববার দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে তার করোনার সংক্রমণ শনাক্ত হলে গত ২ আগস্ট প্রথমে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ সেপ্টেম্বর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার সকালে শামসুল হক তালুকদারের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এদিকে, তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব জিয়া উদ্দিন বাবলু। এ ছাড়া টাঙ্গাইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য ছোট মনিরও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।