DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

করোনায় বাড়তে পারে শিশু মৃত্যুর হার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

News Editor
অক্টোবর ১১, ২০২০ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বজুড়ে প্রতি বছর গড়ে প্রায় ২০ লাখ মৃত শিশুর জন্ম হলেও চলতি বছর মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও অন্যান্য সহযোগী সংস্থারা।

ডব্লিউএইচও জানিয়েছে, গত বছর গোটা বিশ্বে জন্ম নেয়া মৃত শিশুদের চার জনের তিনজনই ছিল সাব সাহারা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। বিশ্বের কোথাও না কোথাও প্রতি ১৬ সেকেন্ডে একজন মা মৃত শিশুর জন্ম দেন। তবে গর্ভাবস্থায় নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী মায়ের যত্ন নিলে বেশিরভাগ ক্ষেত্রে মৃত শিশুর জন্ম রোধ করা সম্ভব বলে মনে করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর।

যুক্তরাষ্ট্রে ৫০ জন ধনীর হাতে অর্ধেক সম্পদ, পিছিয়ে নেই ভারতও

ডাব্লিউএইচও’র মতে, প্রসবের সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর সহায়তায় ৪০ভাগেরও বেশি মৃত শিশু জন্ম কমানো সম্ভব।

করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার গতি কমেছে। ফলে ১১৭টি উন্নয়ণশীল দেশে আগামী বছর দুই লাখের বেশি মৃত শিশুর জন্ম হতে পারে বলে হুঁশিয়ার করা হয়েছে প্রতিবেদনটিতে।

সুত্র: ডয়চে ভেলে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮