শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায় সেটা নিয়ে আমরা বৈঠক করছি। তবে এমন কোনো সিদ্ধান্ত নিতে চাই না, যেন শিক্ষার্থী আক্রান্ত হলে তখন বলা হবে; শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্যই এটা হয়েছে। তবে আমরা শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও স্বাস্থ্যঝুঁকির বিষয় নিয়েই ভাবছি।
বুধবার ভার্চুয়াল মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এইচএসসি পরীক্ষার রুটিন আগামী সপ্তাহে প্রকাশ করা হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিটা অনিশ্চিত। আমরা চাইছি দ্রুতই যেন স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারি। শিক্ষার্থীরা একেবারে পড়াশোনার মধ্যে যে নেই, তা নয়; তারা পড়াশোনার মধ্যেই আছেন। বিভিন্ন পরীক্ষা নিয়ে এখন কিছু বলবো না। আমাদের আরেকটি সভা আছে। সেই সভার পর বলবো। তবে আমরা নানা রকম অপশন নিয়ে ভাবছি।
ডা. দীপু মনি বলেন, আমরা শিক্ষার্থীসহ সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি দেখছি। পাশাপাশি যেন শিক্ষাজীবনও বিপর্যস্ত না হয়, সেটা নিয়েও আমরা ভাবছি।
এ সময় সাংবাদিকদের মতামতও জানতে চান শিক্ষামন্ত্রী। কয়েকজন সাংবাদিক বলেন, করোনার এ সংক্রমণের সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রয়োজন নেই।
মতবিনিময় সভায় যুক্ত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক।