DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

করোনা মোকাবিলার সফলতা, আবারও ক্ষমতায় আসছেন জেসিন্ডা

News Editor
অক্টোবর ৮, ২০২০ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সফল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন আবারও দেশটির ক্ষমতায় আসছেন। দেশটির সাধারণ নির্বাচনের সপ্তাহ খানেক আগে এক জনমত জরিপে আভাস মিলেছে, আর্ডার্ন নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের ক্ষমতাসীন রাজনৈতিক দল লেবার পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা পেতে আর মাত্র একটি আসন দরকার। প্রতিদ্বন্দ্বীদের চেয়ে লেবার পার্টি নির্বাচনে দ্বিগুন ভোট পেতে যাচ্ছে।

বৃহস্পতিবার ওয়ান নিউজ-কোলমার ব্রান্টনের মতামত জরিপে এই চিত্র উঠে এসেছে। এতে দেখা গেছে, দ্বিতীয় মেয়াদে দেশটির ক্ষমতায় আসতে চাওয়া আর্ডার্নের রাজনৈতিক দল লেবার পার্টির প্রতি জনসমর্থন গত ২৮ সেপ্টেম্বরের জনমত জরিপের ফলের সঙ্গে অপরিবর্তিত রয়েছে। লেবার পার্টির প্রতি ৪৭ শতাংশ ভোটার আস্থা রাখতে যাচ্ছেন।

দুই দশক পর আবার বিশ্বে বাড়ছে অতিদারিদ্র্য

দেশটির ক্ষমতায় আসার জন্য একক কোনও দলের ৬১টি আসনে জয় দরকার। জনমত জরিপে দেখা যাচ্ছে, করোনাভাইরাস মহামারি মোকাবিলার সফলতা নিয়ে নির্বাচনী প্রচার চালানো লেবার পার্টি ৬০টি আসনে জয় পেতে যাচ্ছে।

ওয়ান নিউজ-কোলমারের জরিপ বলছে, সরকারি জোট সঙ্গী গ্রিন পার্টির প্রতি ৬ শতাংশ জনসমর্থন রয়েছে। এর ফলে এই দলটি আটটি আসনে জয় পেতে পারে। দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনাল পার্টির প্রতি ৩২ শতাংশ জনসমর্থন রয়েছে।

আগামী ১৭ অক্টোবর নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত শনিবার থেকে দেশটিতে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। ক্ষমতাসীন দলের তুলনায় জনমত জরিপের ফলে ন্যাশনাল পার্টির ব্যবধান ১৫ শতাংশ হলেও দলটির রক্ষণশীল নেতা জুডিথ লেবার নেতা আর্ডার্নের সঙ্গে দুটি বিতর্কে জয়ের দাবি করেছেন।

তবে প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডা আর্ডার্নের জনপ্রিয়তা আগের জনমত জরিপের চেয়ে ৪ শতাংশ কমেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫০ শতাংশ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। অন্যদিকে, বিরোধী দলীয় নেতা জুডিথের প্রতি জনসমর্থন অপরিবর্তিত ২৩ শতাংশই রয়েছে।

দেশটির সাম্প্রতিক সব জরিপেই আর্ডার্নের লেবার পার্টির জয়ের আভাস মিলেছে। তবে এতে জোটসঙ্গী গ্রিন পার্টি এবং নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির সঙ্গে ভাঙন দেখা দিলে অন্য কোনও দলকে সঙ্গী করে ক্ষমতায় যেতে হবে লেবার পার্টিকে।

গত বছর নিউজিল্যান্ডের দুটি মসজিদে শেতাঙ্গ অস্ত্রধারী এক সন্ত্রাসীর হামলায় শতাধিক প্রাণহানির ঘটনার পর বিভিন্ন পদক্ষেপ নিয়ে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসায় ভাসেন ৪০ বছর বয়সী প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।

বিশ্বজুড়ে তাণ্ডব চালানো করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সফলতাও তার জনসমর্থনে বাড়তি হিসেবে যোগ হয়েছে। চলতি সপ্তাহে নিউজিল্যান্ডে করোনাভাইরাস মহামারি নির্মূল করা সম্ভব হয়েছে বলে আবারও ঘোষণা দেন কিউই এই প্রধানমন্ত্রী।

যদিও প্রথম দফায় ভাইরাস দেশ থেকে নির্মূলের ঘোষণা দেয়ার পর কিছুদিন আগে দেশটিতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছিল। তবে দ্বিতীয় দফার সংক্রমণও রোধের দাবি করেছেন জেসিন্ডা আর্ডার্ন।

সূত্র: রয়টার্স।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬