কলমাকান্দায় আ’লীগ কার্যালয়ে হামলা
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও চেয়ার ভাঙচুর এবং যুবলীগ নেতাকে আহত করা হয়েছে। আহত যুবলীগ নেতার নাম পলাশ কান্তি বিশ্বাস উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
এ ঘটনায় আজ রোববার (২৫জুন) রাঁত সাড়ে ৭টার দিকে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা এ হামলায় জড়িত ব্যক্তিদের আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
আহত যুবলীগ নেতা পলাশ কান্তি বিশ্বাস বলেন, রোববার সন্ধ্যায় তিনিসহ যুবলীগের কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে বসে সাংগঠনিক আলাপ-আলোচনা করছিলেন। হঠাৎ কলমাকান্দা উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখা কমিটির সাধারণ সম্পাদক গোলাম হোসেন ও তার ভাই গোলাম মৌলার নেতৃত্বে ৩০-৩৫ জন মিলে কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধুর ছবি ও চেয়ার ভাংচুর করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে, হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদ বলেন, সবকিছুর সঙ্গে আপস করলেও বঙ্গবন্ধুকে কেউ অসম্মান করলে তাদের সঙ্গে আপস করবে না কলমাকান্দা আওয়ামী লীগ।
এ বিষয়ে জানতে গোলাম হোসেন ও তার ভাই গোলাম মৌলার মুঠোফোনে একাধিকবার চেষ্ঠা করেও তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
কলমাকান্দা থানার ওসি মোঃ আবুল কালাম আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও যুবলীগ নেতা মারধরের বিষয়টি নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্ঠা চলছে।