কলমাকান্দায় প্রাইভেট কারে ৬০ বোতল মদসহ তিন তরুণ আটক
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দায় ৬০ বোতল মদসহ তিন তরুণকে আটক করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আজ শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা সদরের সীমান্ত সড়কের চানপুর নামক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বানার হাওলা গ্রামের কাদির সরকারের ছেলে রনি সরকার (২০) এবং শ্রীপুর উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মোঃ আরিফ হাসান (২২) ও লতিফপুর গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ শাকিল হোসেন (২২)।
পুলিশ জানিয়েছে, কলমাকান্দার সীমান্ত এলাকা থেকে প্রাইভেট কারে করে মদ নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে সকালে পুলিশ উপজেলা সদরের চানপুর এলাকায় তল্লাশি চৌকি বসায়। এক পর্যায়ে একটি প্রাইভেট কার তল্লাশি করে দুই বস্তা ভর্তি ৬০ বোতল মদ পাওয়া গেলে গাড়িসহ তাঁদের আটক করা হয়।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, এ ঘটনায় আটক তিনজনকে মাদক মামলায় আটক দেখিয়ে আজ শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।