ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় ডাকাতির পর প্রবাসী গৃহবধূকে ধর্ষণ, আটক-৩

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১৪৭ বার পড়া হয়েছে

কলাপাড়ায় ডাকাতির পর প্রবাসী গৃহবধূকে ধর্ষণ, আটক-৩

পটুয়াখালী প্রতিনিধিঃ

এর আগে গত ১৪ জুলাই গভীর রা‌তে পটুয়াখালী জেলার কলাপাড়া উপ‌জেলার টিয়াখালী এলাকার জ‌নৈক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাসায় ডাকা‌তি শেষে যাওয়ার আ‌গে যুক্তরাষ্ট্রপ্রবাসী গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল সা‌ড়ে ১১টায় পটুয়াখালী পুলিশ সুপার কার্যাল‌য়ে প্রেস ব্রিফিংয়ে অ‌তিরিক্ত পু‌লিশ সুপার আ‌রিফ মুহাম্মদ শাকুর এ তথ‌্য নি‌শ্চিত করেন।

আটককৃতরা হ‌লো, মোঃ কাওসার, আ‌শিষ গাইন ও মোঃ শওকত আহ‌মেদ রিপন ওরফে সোহাগ। তাদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলার বি‌ভিন্ন এলাকায়।

পু‌লিশ জানায়, তথ‌্য প্রযু‌ক্তির সহায়তায় বৃহস্প‌তিবার বিকেলে ঝিনাইদহ জেলার শ‌্যামকুর বর্ডার এলাকা থেকে প্রথমে কাওসার‌কে আটক করা হয়। পরব‌র্তীতে তার দেওয়া তথ‌্যানুযায়ী ঢাকার টেক‌নিক‌্যাল মোড়স্থ ব‌স্তি থে‌কে শওকত ওর‌ফে সোহাগ‌কে আটক করা হয়। শে‌ষে কলাপাড়া শহর থে‌কে আ‌শিষ গাইন‌কে আটক করা হয়।

এর আগে গত ১৪ জুলাই গভীর রা‌তে কলাপাড়া উপ‌জেলার টিয়াখালী এলাকার জ‌নৈক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাসায় ডাকা‌তি ক‌রে অভিযুক্তরা। এ সময় নগদ ৫০ হাজার টাকা, ১৩ ভ‌রি স্বর্ণ ও এক‌টি মোবাইল ফোন নি‌য়ে যান তারা। যাওয়ার আ‌গে যুক্তরাষ্ট্রপ্রবাসী গৃহবধূকে ঘ‌রের এক‌টি রু‌মে আটকে রে‌খে গণধর্ষণ করেন অপরাধীরা। প‌রের দিন থানায় নারী ও শিশু নির্যাতন আই‌নে এক‌টি মামলা দা‌য়ের ক‌রা হয়।‌

ট্যাগস :

কলাপাড়ায় ডাকাতির পর প্রবাসী গৃহবধূকে ধর্ষণ, আটক-৩

আপডেট সময় : ১২:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

কলাপাড়ায় ডাকাতির পর প্রবাসী গৃহবধূকে ধর্ষণ, আটক-৩

পটুয়াখালী প্রতিনিধিঃ

এর আগে গত ১৪ জুলাই গভীর রা‌তে পটুয়াখালী জেলার কলাপাড়া উপ‌জেলার টিয়াখালী এলাকার জ‌নৈক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাসায় ডাকা‌তি শেষে যাওয়ার আ‌গে যুক্তরাষ্ট্রপ্রবাসী গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল সা‌ড়ে ১১টায় পটুয়াখালী পুলিশ সুপার কার্যাল‌য়ে প্রেস ব্রিফিংয়ে অ‌তিরিক্ত পু‌লিশ সুপার আ‌রিফ মুহাম্মদ শাকুর এ তথ‌্য নি‌শ্চিত করেন।

আটককৃতরা হ‌লো, মোঃ কাওসার, আ‌শিষ গাইন ও মোঃ শওকত আহ‌মেদ রিপন ওরফে সোহাগ। তাদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলার বি‌ভিন্ন এলাকায়।

পু‌লিশ জানায়, তথ‌্য প্রযু‌ক্তির সহায়তায় বৃহস্প‌তিবার বিকেলে ঝিনাইদহ জেলার শ‌্যামকুর বর্ডার এলাকা থেকে প্রথমে কাওসার‌কে আটক করা হয়। পরব‌র্তীতে তার দেওয়া তথ‌্যানুযায়ী ঢাকার টেক‌নিক‌্যাল মোড়স্থ ব‌স্তি থে‌কে শওকত ওর‌ফে সোহাগ‌কে আটক করা হয়। শে‌ষে কলাপাড়া শহর থে‌কে আ‌শিষ গাইন‌কে আটক করা হয়।

এর আগে গত ১৪ জুলাই গভীর রা‌তে কলাপাড়া উপ‌জেলার টিয়াখালী এলাকার জ‌নৈক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাসায় ডাকা‌তি ক‌রে অভিযুক্তরা। এ সময় নগদ ৫০ হাজার টাকা, ১৩ ভ‌রি স্বর্ণ ও এক‌টি মোবাইল ফোন নি‌য়ে যান তারা। যাওয়ার আ‌গে যুক্তরাষ্ট্রপ্রবাসী গৃহবধূকে ঘ‌রের এক‌টি রু‌মে আটকে রে‌খে গণধর্ষণ করেন অপরাধীরা। প‌রের দিন থানায় নারী ও শিশু নির্যাতন আই‌নে এক‌টি মামলা দা‌য়ের ক‌রা হয়।‌