পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শোবার ঘরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে কাকলি আক্তারকে ঝুলে থাকতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ সময় ছাত্রীর হাতের মুঠোয় একটি চিরকুট (সুইসাইড নোট) পাওয়া যায়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, নিজের ইচ্ছায় দুনিয়া ত্যাগ করেছি…।’
আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছ
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।