শিরোনাম:
কাউনিয়ায় বিশেষ কায়দায় ২ কেজি গাঁজা সহ আটক ২
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১১০৫ বার পড়া হয়েছে
রিয়াজুল হক সাগর। রংপুর জেলা প্রতিনিধিঃ
কাউনিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কাউনিয়া বাসস্টান্ডে আমজাদ হোসেনের পানের দোকানের সামনে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের এমদাদুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন সাবু (২১) একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম (২০) কে আটক করেছে।
তারা স্বীয় শরীরে বিশেষ কায়দায় প্রত্যেকে ১ কেজি করে গাঁজা নিয়ে অটোচার্জারের যাত্রী বেশে রংপুরের দিকে যাচ্ছিল। পরে তল্লাশী করে ২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, ধৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



















