DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৯শে জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ২৯শে জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় করোনার ভ্যাকসিন বিষয়ক অবহিতকরণ সভা

News Editor
ফেব্রুয়ারি ৪, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়ায় করোনার ভ্যাকসিন বিষয়ক অবহিতকরণ সভা

মোঃ আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় কোভিড-১৯ করোনা ভ্যাকসিন দেয়ার অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমদুল হক মনির।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার। এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, এএসআই মো. হাসান, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মো. কামরুজ্জামান লিটন নকীব, শিশির চন্দ্র দাস প্রমুখ। উপজেলায় ২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌছেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার।

তিনি আরো জানান, এ জেলায় ১৫ ক্যাটাগরীর মানুষ অগ্রাধিকার ভিত্তিতে ডোজ পাবে। আগামী ৭ ফেব্রুয়ারী প্রথম ধাপে আনুষ্ঠানিক ভাবে মানবদেহে এ ডোজ পুশ করা হবে। চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগে সংশিষ্ট করোনাকালে সম্মুখযোদ্ধারা প্রথমে এ ভ্যাকসিন পাবেন। ভ্যাকসিন পেতে অনলাইনে সুরক্ষা ওয়েবসাইট নিবন্ধনের জন্য বলা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭
  • ১২:১৪
  • ৪:০৩
  • ৫:৪৩
  • ৭:০০
  • ৬:৪১