কার্যকর সংসদ পেতে ঘাতক দালাল নির্মূল কমিটিকে বিরোধী দলের দায়িত্ব পালনের আহবান
স্টাফ রিপোর্টারঃ
জাতীয় সংসদে কার্যকর বিরোধী দল না থাকায় সংসদের বাইরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সমমনা নাগরিক সংগঠনগুলোকে বিরোধী দলের দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
নির্মূল কমিটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (১৯জানুয়ারী) ঢাকায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ তাগিদ দেন।
শাহরিয়ার কবির বলেন, ‘জবাবদিহির জায়গা না থাকলে সরকারের স্বেচ্ছাচারিতা বাড়বে। এটা স্বতঃসিদ্ধ বিষয়। কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় যা কাম্য হতে পারে না।
বক্তব্য রাখেন, নির্মূল কমিটির সাংস্কৃতিক সম্পাদক অভিনয়শিল্পী শমী কায়সার, ঘাতক দালাল নির্মূল কমিটির আইটি সেলের সদস্যসচিব মুক্তিযুদ্ধ গবেষক তপন পালিত, ঘাতক দালাল নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি আসিফ মুনীর, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এবারই প্রথম জাতীয় সংসদ সম্পূর্ণভাবে রাজাকারমুক্ত হয়েছে, এমনটা উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, ‘আগামী দিনগুলোতে একাত্তরের যুদ্ধাপরাধের জন্য পাকিস্তানি হাইকমান্ড ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ঘাতক সংগঠনের বিচারের ডাক দিতে হবে। একই সঙ্গে ১৯৭২ সালের মূল সংবিধানে বর্ণিত মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার আন্দোলন নির্মূল কমিটিকে অব্যাহত রাখতে হবে।’
এ সময় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, যে কাজগুলো করলে দেশ ও দশের উন্নতি হয় এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয় তা তরুণ প্রজন্মকে করতে হবে।