DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস, হাঁসের ঘর ও শিক্ষা বৃত্তি বিতরণ

Astha Desk
জুলাই ১০, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কালাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস, হাঁসের ঘর ও শিক্ষা বৃত্তি বিতরণ

 

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১০জুলাই) সকাল ১১ টায় কালাই উপজেলা চত্বরে এসকল সামগ্রী বিতরন করা হয়।

 

উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির সভাপতিত্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে এসব উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিনফুজুর রহমান মিলন, পৌর মেয়র রাবেয়া সুলতানা, সহকারী কমিশনার কালাই (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডঃ মোঃ হাসান আলী,কালাই উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা প্রমুখ।

 

কালাই উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডঃ হাসান আলী বলেন, ৬০টি পরিবার মাঝে ২০টি করে হাঁস এবং ১০টি ঘর বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পতিটি পরিবারকে হাঁসের ঘর প্রদান করা হবে।

 

হাঁস ও হাঁসের ঘর বিতরণ শেষে কালাই উপজেলা হলরুমে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়ধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির ২০২২-২০২৩ অর্থ বছরের বরাদ্দের দ্বারা উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি পদান করা হয়।

 

উপজেলার ৬১ জন শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক পর্যায়ে ৩১ জন, মাধ্যমিক ২০ জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকার চেক তুলে দেন প্রধান অতিথি সালেহীন তানভীর গাজী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা প্রাথমিক স্তরের ৩১ জন শিক্ষার্থীরা পেয়েছে ৪ হাজার ৫শ টাকা, মাধ্যমিক স্তরের ২০জন শিক্ষার্থীরা পেয়েছে ৫ হাজার ৫শ টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের ১০ শিক্ষার্থীরা পেয়েছে বছরে ৬ হাজার ২শ ৫৯ টাকা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০