শিরোনাম:
কাল থেকেই ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর
News Editor
- আপডেট সময় : ০১:০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১০৭০ বার পড়া হয়েছে
ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া অনুমোদন আগামীকাল অধ্যাদেশ আকারে জারি করা হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনের এ খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এটি অধ্যাদেশ আকারে আগামীকাল মঙ্গলবার জারি করা হবে। অর্থাৎ কাল থেকে এটি আইনে পরিণত হবে। এর আগে এটির আইনি যাচাই (ভেটিং) হবে।
বাংলাদেশের অর্থ ১০ দেশে পাচার হচ্ছে
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই মুহূর্তে জাতীয় সংসদের অধিবেশন না থাকায় রাষ্ট্রপতি এটিকে অধ্যাদেশ আকারে জারি করবেন।
আনিসুল হক জানান, বিদ্যমান আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আছে। সেটিকে এখন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন করা হয়েছে।