ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

কাশ্মীরের স্বায়ত্তশাসন ফিরে পেতে রাজনৈতিক দলগুলো একজোট

News Editor
  • আপডেট সময় : ১০:০০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

মোদি সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কেড়ে নিয়েছে কাশ্মীরের স্বায়ত্তশাসন ও রাজ্য হিসেবে বিশেষ মর্যাদা। এরপর রাজ্যটিকে কেন্দ্রীয় শাসনের আওতাভুক্ত ঘোষণা করা হয়। কাশ্মীরে ব্যাপক সেনা সমাবেশ, ধরপাকড় ও ইন্টারনেট পরিষেবাসহ নানা রকম সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়ে রাজ্যটিকে অবরুদ্ধ জনপদে পরিণত করা হয়।

এতদিন ধরে গৃহবন্দিত্বে থাকা কাশীরি নেতারা মুক্তি পেয়ে স্বায়ত্ত শাসন ও বিশেষ মর্যাদা ফেরত পাওয়ার শান্তিপূর্ণ সংগ্রাম চালানোর লক্ষ্যে একই প্লাটফর্মে সমবেত হয়েছেন। গত মঙ্গলবার সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মুক্তির পরই এই পদক্ষেপ নিচ্ছেন তারা। খবর আল জাজিরার।

রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বৃহস্পতিবার বলেছেন, ‌‘আমাদের সংগ্রাম হবে শান্তিপূর্ণ এবং সংবিধানকে সমুন্নত রেখে অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম। আমরা চাই ২০১৯ সালে ৫ আগস্টের আগে কাশ্মীরিরা যে সাংবিধানিক অধিকার ভোগ করত, সরকার তা কাশ্মীরি জনগণকে ফিরিয়ে দিক।’

সরকার মেয়েদের বিয়ের সঠিক বয়স ঠিক করে দেবে: নরেন্দ্র মোদি

কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে শ্রীনগরে নিজের বাসায় বৈঠকের পর ফারুক আবদুল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। বিশেষ মর্যাদা ফিরে পাওয়ার প্রশ্নে একই মঞ্চে আসা দলগুলো হচ্ছে দ্য ন্যাশনাল কনফারেন্স, পিপল’স ডেমোক্রেটিক পার্টি, দ্য পিপল’স কনফারেন্স ও কমুনিস্ট পার্টি অব ইন্ডিয়া।

গত বছর আটকের পর বিভিন্ন রাজনৈতিক নেতাকে পর্যায়ক্রমে মুক্তি দেয় কেন্দ্রীয় সরকার। ১৪ মাস অন্তরীণ থাকার পর মঙ্গলবার সর্বশেষ মুক্তি পান সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি এবং অন্যান্য প্রধান কাশ্মীরি নেতা সরকারের প্রতি রাজ্যের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেয়ার আহ্বান জানান।

গত বছর বিশেষ মর্যাদা বাতিলের কৈফিয়ত হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, হিমালয়ের কাছাকাছি রাজ্যটিকে আরো কাছে নিয়ে আসার ওই পদক্ষেপ নিয়েছে তার সরকার। এরপর রাজ্যটিতে বিপুল সেনা সমাবেশ ঘটিয়ে ব্যাপক দমনপীড়ন চালানো হয়।

কাশ্মীরের স্বায়ত্তশাসন ফিরে পেতে রাজনৈতিক দলগুলো একজোট

আপডেট সময় : ১০:০০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০

মোদি সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কেড়ে নিয়েছে কাশ্মীরের স্বায়ত্তশাসন ও রাজ্য হিসেবে বিশেষ মর্যাদা। এরপর রাজ্যটিকে কেন্দ্রীয় শাসনের আওতাভুক্ত ঘোষণা করা হয়। কাশ্মীরে ব্যাপক সেনা সমাবেশ, ধরপাকড় ও ইন্টারনেট পরিষেবাসহ নানা রকম সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়ে রাজ্যটিকে অবরুদ্ধ জনপদে পরিণত করা হয়।

এতদিন ধরে গৃহবন্দিত্বে থাকা কাশীরি নেতারা মুক্তি পেয়ে স্বায়ত্ত শাসন ও বিশেষ মর্যাদা ফেরত পাওয়ার শান্তিপূর্ণ সংগ্রাম চালানোর লক্ষ্যে একই প্লাটফর্মে সমবেত হয়েছেন। গত মঙ্গলবার সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মুক্তির পরই এই পদক্ষেপ নিচ্ছেন তারা। খবর আল জাজিরার।

রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বৃহস্পতিবার বলেছেন, ‌‘আমাদের সংগ্রাম হবে শান্তিপূর্ণ এবং সংবিধানকে সমুন্নত রেখে অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম। আমরা চাই ২০১৯ সালে ৫ আগস্টের আগে কাশ্মীরিরা যে সাংবিধানিক অধিকার ভোগ করত, সরকার তা কাশ্মীরি জনগণকে ফিরিয়ে দিক।’

সরকার মেয়েদের বিয়ের সঠিক বয়স ঠিক করে দেবে: নরেন্দ্র মোদি

কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে শ্রীনগরে নিজের বাসায় বৈঠকের পর ফারুক আবদুল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। বিশেষ মর্যাদা ফিরে পাওয়ার প্রশ্নে একই মঞ্চে আসা দলগুলো হচ্ছে দ্য ন্যাশনাল কনফারেন্স, পিপল’স ডেমোক্রেটিক পার্টি, দ্য পিপল’স কনফারেন্স ও কমুনিস্ট পার্টি অব ইন্ডিয়া।

গত বছর আটকের পর বিভিন্ন রাজনৈতিক নেতাকে পর্যায়ক্রমে মুক্তি দেয় কেন্দ্রীয় সরকার। ১৪ মাস অন্তরীণ থাকার পর মঙ্গলবার সর্বশেষ মুক্তি পান সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি এবং অন্যান্য প্রধান কাশ্মীরি নেতা সরকারের প্রতি রাজ্যের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেয়ার আহ্বান জানান।

গত বছর বিশেষ মর্যাদা বাতিলের কৈফিয়ত হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, হিমালয়ের কাছাকাছি রাজ্যটিকে আরো কাছে নিয়ে আসার ওই পদক্ষেপ নিয়েছে তার সরকার। এরপর রাজ্যটিতে বিপুল সেনা সমাবেশ ঘটিয়ে ব্যাপক দমনপীড়ন চালানো হয়।