DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৪ই মার্চ ২০২৫
ঢাকাশুক্রবার ১৪ই মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে সময় কাটাচ্ছেন মাশরাফী

DoinikAstha
মার্চ ১৩, ২০২২ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

চোটের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন। ব্যাকপেইনের কারণে গেল বিপিএলে দলের সব ম্যাচে খেলতে পারেননি। এই ব্যাকপেইনের চিকিৎসা করাতেই ভারতে গেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সঙ্গে নিয়ে গেছেন পরিবারকেও। চিকিৎসার পাশাপাশি ভারতের কাশ্মীরে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন এ তারকা ক্রিকেটার।

এ মুহূর্তে কাশ্মীরেই আছেন মাশরাফী। তাঁর সঙ্গে আছেন স্ত্রী সুমনা হক সুমি, দুই সন্তানসহ পরিবারের আরো সদস্যেরা। আছেন মাশরাফীর বন্ধুও। কাশ্মীরে মাশরাফীর ঘুরে বেড়ানোর ছবিগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তাঁর স্ত্রী সুমনা হক সুমি।

মাশরাফীর স্ত্রীর ফেসবুক টাইমলাইনজুড়ে কাশ্মীরে তাঁদের সময় কাটানোর ছবি। কাশ্মীরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। বরফের দেশে হারানোর কয়েকটি ভিডিও পোস্ট করেছেন সুমনা হক।

অবশ্য এর আগেও কাশ্মীরে গেছেন মাশরাফী। ২০১৬ সালে সেখানে গিয়ে ভক্তদের কবলে পড়েছিলেন তিনি। তাঁদের সঙ্গে সে সময় ক্রিকেটও খেলেছিলেন সাবেক এ অধিনায়ক।

ভারত থেকে ফিরে প্রিমিয়ার লিগে যোগ দেবেন মাশরাফী। আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ডিপিএলে এবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন মাশরাফী।

[irp

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১
  • ১২:১৩
  • ৪:২৫
  • ৬:০৯
  • ৭:২২
  • ৬:১২