রায়হান জামান, স্টাফ রিপোর্টারঃ দেশের ইতিহাসে এই প্রথম একসঙ্গে ৪০ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সুপারের মধ্যে কিশোরগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)। মোহাম্মদ রাসেল শেখ নরসিংদী জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০২১ সালের ২ মে পুলিশ সুপার পদে পদোন্নতি পান। মোহাম্মদ রাসেল শেখ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে প্রশংসনীয় অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি দুইবার পিপিএম পদক লাভ করেন।
কিশোরগঞ্জের বর্তমান পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে গাইবান্ধার পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার) কে কিশোরগঞ্জে বদলী করা হয়েছিল ।
মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) পুলিশ সুপার হিসেবে কিশোরগঞ্জ জেলাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি করোনা মহামারিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়ান তিনি। সাধারণ মানুষের সাথে সর্বদা মিশে নিজের সুনাম কুড়িয়ে নিয়েছেন ।