শিরোনাম:
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী একটি বাসে আগুন
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৩:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১১০৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে। বিষয়টি টের পেয়ে বাসের যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কোনো হতাহত হয়নি।বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী ইকোনো সার্ভিসের একটি বাস দুর্জয় মোড়ে থামিয়ে যাত্রী ওঠানামা করছিলো। ।
আরও পড়ুন:কেরানীগঞ্জে হাত পায়ের রগ কেটে স্ত্রীকে হত্যা করে স্বামী উধাও,
তখন বাসটির পেছনে আগুন ধরে ওঠে। বিষয়টি বুঝেতে পেরেযাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ে। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

















