কিশোরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এদদাদুল হককে আটক করেছে র্যাব। শনিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউপির দক্ষিণ রাজকুন্তি গ্রামে অস্ত্রসহ তাকে আটক করে র্যাব-১৪। আটক এমদাদ দক্ষিণ রাজকুন্তি গ্রামের আবুল হাশেমের ছেলে।
ছাত্রদল নেতা এমদাদ অনেক দিন ধরে এলাকায় অস্ত্র দেখিয়ে প্রভাব বিস্তার করছিল। শনিবার ভোরে গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় বাড়ির একটি বসতঘর থেকে দেশে তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। আটক করা হয় এমদদাদকে।
রায়হান বারবার মূর্ছা গেলেও দয়া হয়নি এসআই আকবরের
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান বলেন, এমদাদ আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছিলেন বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।