শিরোনাম:
কিশোরগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত-১
Astha DESK
- আপডেট সময় : ১১:৩৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭২৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শরীফ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় নিহতের ভাই মাসুদ মিয়া ও ভাগনে উজ্জ্বল মিয়া আহত হন। গুরুতর অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এ বিষয়ে হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন বলেন, অভিযুক্ত মজিবুর রহমানকে আটক করতে অভিযান চলছে।