DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরদের পিটুনীতে মারা গেলো বিরল প্রজাতির হনুমান

DoinikAstha
জানুয়ারি ৯, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি:বাঁচানো গেলোনা বিরল প্রজাতির হনুমানটিকে গাইবান্ধায় বেধরক পিটুনীতে মারা গেলো বিরল প্রজাতির একটি হনুমান। ৯ জানুয়ারি শনিবার গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এলকাবাসী জানান, আগন্তক বিরল প্রজাতির একটি হনুমান গত শুক্রবার প্রথমে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠবাজার এলাকার বিভিন্ন গাছে বিচরন করছিলো। শিশু কিশোরদের ধাওয়ায় হনুমানটি সন্ধ্যা পর্যন্ত বারবার স্থান পরিবর্তন করতে থাকে।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে পার্শ্ববর্তী লক্ষিপুর ইউনিয়নের মৌজা মালীবাড়ী গ্রামের একটি বেগুন ক্ষেতে হনুমানটি আশ্রয় নেয়। এসময় গ্রামের শিশু কিশোরদের পিটুনীতে মারাত্বক আহত হয় হনুমানটি। পরে গ্রামবাসী পশু চিকিৎসক ডেকে এনে আহত হনুমানটির চিকিৎসা দিলেও বাঁচানো যায়নি বিরল প্রজাতির হনুমানটিকে।
ধারনা করা হচ্ছে সীমান্তবর্তী জেলা থেকে হনুমানটি পন্যবাহী ট্রাকে করে গাইবান্ধায় এসেছিল। এ ব্যাপারে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএন ও) রাফিউল ইসলাম বলেন, এই ঘটনা খুবই দুঃখজনক এবং হতাশার। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি আমাদেরকে জানালে হনুমানটি উদ্ধারের উদ্যোগ নেওয়া যেত ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০