DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

Astha Desk
জুন ১৭, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

 

কুমিল্লা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে রক্ত দিয়ে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা এলাকায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন “ব্লাড ব্যাংক অব আন্দিকুট ইউনিয়ন” এর সহ-সাংগঠনিক সম্পাদক ইয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

 

আজ শনিবার (১৭জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত ইয়ার হোসেনের বাড়ী মুরাদনগর উপজেলার দেওরা গ্রামের বাসিন্দা।

 

জানা যায়, শনিবার বিকেলে ভাইয়ের অপারেশনের প্রয়োজনে রক্ত দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের একটি হাসপাতালে যায় ইয়ার হোসেন। সেখানে রক্ত দিয়ে মুরাদনগরে ফেরার পথে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি কুমিল্লা-সিলেট মহাসড়কে কসবা উপজেলার খাড়েরা এলাকায় আসলে বেপরোয়া গতির ট্রাক সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

তার সাথে থাকা সংগঠনের আইডি কার্ড দেখে পরিচয় সনাক্ত করে স্থানীয়রা। এদিকে সহকর্মীর মৃত্যুর সংবাদে সংগঠনের সদস্যদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪