DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার

হাবিবুর রহমান মুন্না, কুমিল্লা
মে ১, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীর নাম মফিজুল ইসলাম প্রকাশ্যে মফু।

সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলাপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে। গ্রেফতারের পর আসামী মফিজুল শিশুটিকে ধর্ষণ শেষে শিশুকে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানায় র‌্যাব। বুধবার বেলা ১১ টায় র‌্যাব ১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব- ১১ এর পরিচালক, অধিনায়ক তানভীর মাহমুদ পাশা। তিনি জানান ২৯ শে এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলাপাড়া এলাকায় আফরিন সুলতানা ঝুমুর নামে ৯ বছরের একটি শিশুকে ধানের জমিতে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়।

এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বেশ আলোচিত হয়। ঘটনার পর থেকে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র‌্যাব- ১১ এর একটি দল মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার শাহারাস্তি থানাধীন ফেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মফিজুল ইসলাম প্রকাশে মফুকে গ্রেপ্তার করেন। পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য গ্রেফতারকৃত আসামিকে সদর দক্ষিণ থানায় প্রেরণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]