শিরোনাম:
কুয়েতের আমিরের মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
News Editor
- আপডেট সময় : ০৯:৫৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১০৮১ বার পড়া হয়েছে
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে এ শোক পালন করা হবে।
মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল বুধবার জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।
বহিরাগতের হাতে লাঞ্ছিত ইবি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুয়েতের আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এছাড়া বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ৯১ বছর বয়সে গত মঙ্গলবার মারা গেছেন।


















