শিরোনাম:
কৃষকদের মাঝে বিণামূল্যে সার, বীজ, পাম্প ও সোলার ট্রাপ বিতরণ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১০৭২ বার পড়া হয়েছে
আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, সেচ পাম্প ও সোলার লাইট ট্রাপ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাত জাহান মিলি।
কৃষি সম্প্রসারন কর্মকর্তা আলী আহম্মেদ’র সঞ্চালনায় অনুষ্ঠান শেষে উপজেলার ২০ জন প্রান্তিক কৃষকের মাঝে উচ্চফলনশীল পাটবীজ,সার ও ১০টি কৃষক গ্রুপের মাঝে সোলার লাইট ট্রাপ, সেচপাম্প বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দসহ কৃষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
[irp]
















