কৃষকলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কালুখালীতে বিক্ষোভ
রাজবাড়ী প্রতিনিধি ঃ
কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূূূরে অালম সিদ্দিকী হকসহ স্থানীয় অাওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কালুখালী উপজেলা স্থানীয় অাওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অায়োজনে বঙ্গবন্ধু চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূূূরে অালম সিদ্দিকী হক।
আরও পড়ুন ঃরাজবাড়ীর পাংশায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক অাবু বক্কর খান, পাংশা উপজেলা সাবেক ভাইচ চেয়ারম্যান মোস্তফা মুন্সি হেনা, কালুখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, পাংশা উপজেলা অাওয়ামী লীগের সাবেক সাংগঠনিক নজরুল ইসলাম খান, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা ইদ্রিস অালী মন্ডল, উপজেলা যুবলীগের অাহ্বায়ক ফরহাদ হোসেন প্রমূখ।
সমাবেশ শেষে কালুখালী উপজেলা ও থানা সড়কে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।