DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৮ই জুলাই ২০২৪
ঢাকাসোমবার ৮ই জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কোটা আন্দোলন, গভীর রাতে উত্তাল ঢাবি

Doinik Astha
জুলাই ৫, ২০২৪ ১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

চলমান কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সারজিস আলমকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে ছাত্রলীগ। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েছে কোটাবিরোধী শিক্ষার্থীরা। রাজধানীর আনন্দ বাজার সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

কোটা আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থী ও সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সারজিস বলেন, আমাকে আজকে হল থেকে বের হয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। কে বা কারা এই নির্দেশ দিয়েছে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা নিশ্চয় জানেন কারা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে।

সারজিসকে হল থেকে বের করে দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে এসে জড়ো হয় বিভিন্ন হলের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী।

এসময় ‘সারজিস ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, সারজিস ভাই ভয় নাই, আমরা আছি তোমার সাথে’, ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুর আরেকবার”, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, “কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন৷

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১২:০৭
  • ৪:৪২
  • ৬:৫৪
  • ৮:২০
  • ৫:১৫