DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৮ই জুলাই ২০২৪
ঢাকাসোমবার ৮ই জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কোপা আমেরিকায় মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার যারা এগিয়ে

Doinik Astha
জুলাই ৪, ২০২৪ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফুটবলে ব্রাজিল আর আর্জেন্টিনা দ্বৈরথ মানেই আলাদা উত্তেজনা। শুধু আমাদের দেশেই নয়, এই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। ফুটবলের সঙ্গে দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্ব জড়িত থাকা এর পেছনে অন্যতম বড় কার

ইতিহাস বলছে, ১৮২৫ সালে সিসপ্ল্যাটাইন ভূখন্ড নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধে মেতেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রায় ৩ বছর তাণ্ডবের পর ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যস্ততায় রণাঙ্গণ ছেড়েছিল তারা। যুদ্ধ থামলেও কমেনি উত্তেজনা। যার স্পষ্ট প্রভাব পড়ে ফুটবল মাঠেও।

বুয়েনস আয়ার্সে ১৯১৪ সালে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ফুটবলের দুই ‘পরাশক্তি’ ব্রাজিল-আর্জেন্টিনা। প্রথম দেখায় আর্জেন্টিনাই উড়িয়েছিল বিজয় নিশান। সেই থেকে আজ অবধি চলে আসা দুই দলের লড়াই, এমনকি প্রীতিম্যাচগুলোও পেয়ে আসছে ক্লাসিকের মর্যাদা!

গত ১১০ বছরে বিশ্বকাপ বাছাইপর্ব, মূলপর্ব, কোপা আমেরিকা ও সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে এই দুই দল মুখোমুখি হয়েছে মোটে ১১৪ ম্যাচে। যেখানে ব্রাজিলের ৪৬ জয়ের বিপরিতে ৪২টি জয় আর্জেন্টিনার। দুই দল ড্র করেছে ২৬টি ম্যাচ।

ফুটবলের সবচেয়ে পুরোনো প্রতিযোগিতা কোপা আমেরিকা। শতবর্ষীয় টুর্নামেন্টটির প্রথম আসর থেকেই সর্বশেষ আসর (২০২১) পর্যন্ত সর্বমোট ৩৪বার মুখোমুখি হয় দুই দল।

এখানে আর্জেন্টিনার ১৬ জয়ের বিপরিতে ১০ ম্যাচে জয় পায় ব্রাজিল, বাকি আটটি ম্যাচ হয়ে ছিল ড্র। তবে মজার ব্যাপার হলো টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী আর্জেন্টিনা (উরুগুয়ের সঙ্গে যৌথভাবে) সবচেয়ে বেশি ফাইনাল জিতেছে ব্রাজিলের বিপক্ষেই।

কোপা আমেরিকায় আর্জেন্টিনা এখন পর্যন্ত ১৫বার চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে ১১বার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিলের। যার মধ্যে নয়বারই ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপা উল্লাসে মেতে ছিল আলবিসেলেস্তেরা।

বিপরীতে কোপার ফাইনালে কেবল দুইবার আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে নয়বারে চ্যাম্পিয়ন ব্রাজিল। ফাইনালের মুখোমুখি হিসেবে ব্রাজিলের সঙ্গে ‌‘৯-২’ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। এবার আবারও শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা যেতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটিকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১২:০৭
  • ৪:৪২
  • ৬:৫৪
  • ৮:২০
  • ৫:১৫