কোভিড-১৯ এর কারণে সুইডেনে আগের চেয়ে কয়েকগুণ বেশি জনপ্রিয় হয়েছে অনলাইনের মাধ্যমে খাবার অর্ডার। দেশটিতে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এলেও খাবারের হোম ডেলিভারি নিশ্চিত থাকায় রেস্টুরেন্টগুলোতে বিক্রি বাড়ার পাশাপাশি অনেকেই খণ্ডকালীন চাকরি হিসাবে নিচ্ছেন এ সেবাকে।
মহামারির কারণে সম্ভব হলে আগামী ডিসেম্বর পর্যন্ত ঘরে বসে কাজ করার পরামর্শসহ জনসমাগমে নানা বিধিনিষেধ আরোপ করেছে সুইডেন সরকার। তাই রেস্টুরেন্ট, বারগুলোতে নেই আগের মত ভিড়। অনেকেই নিজেদের পছন্দের রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে অর্ডার করছেন অনলাইনে।
ঘরে বসে অফিসের কাজ করার পাশাপাশি দেশটিতে অনলাইনে খাবারের অর্ডার বেড়েছে বহুগুণ। দিন দিন জনপ্রিয় হচ্ছে অ্যাপস ভিত্তিক ফুড ডেলিভারি সার্ভিস। সেই সঙ্গে এই সেক্টরে কাজের সুযোগ বাড়েছে কয়েক গুণ।
খাদ্য সরবরাহে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা সহজেই কাজের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসা জমজমাট হয়ে উঠেছে।
এক শিক্ষার্থী জানান, সুইডেনে ফুড ডেলিভারি কাজটি খুবই স্বাধীন কাজ। আপনি যখন ইচ্ছায় কাজটি করতে পারেন। ভালো না লাগলে আপনি ছেড়ে দেবেন।
এদিকে কোভিড-১৯ মোকাবিলায় সুইডেন সরকার যেসব “সাময়িক আইন” কার্যকর করেছিল, তা ৩১ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।