ক্ষমতায় বসানোর মালিক দেশের জনগণ-ওবায়দুল কাদের
- আপডেট সময় : ১১:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ১০৩০ বার পড়া হয়েছে
ক্ষমতায় বসানোর মালিক দেশের জনগণ-ওবায়দুল কাদের
আস্থা ডেস্কঃ
বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করে না। দেশের ক্ষমতার মালিক বিদেশিরা নয়, বরং মালিক হলো দেশের জনগণ। সুতরাং ক্ষমতায় বসানোর মালিক দেশের জনগণ, বিদেশিরা নয় এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেখ হাসিনা বিদেশিদের ভয় পান না। তার কোনো লবিস্ট নাই।
আজ মঙ্গলবার (১৬মে) দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপি মনে করছে,পশ্চিমারা তাদের দলকে ক্ষমতায় বসাতে পারবে। সেটা ভেবে পশ্চিমাদের কাছে বিএনপি লবিস্ট নিয়োগ দিয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি না চাইলে নাই। এই মানসিকতা যার তিনি বিদেশি বা দেশীয় ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন এটা ভাবার কোনো কারণ নেই।





















