DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ক্ষেতলাল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

Astha Desk
জানুয়ারি ২৩, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ক্ষেতলাল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

নির্বাচনী রেশ কাটছে না জয়পুরহাটে। সংসদ নির্বাচন শেষে এখন চলছে উপজেলা নির্বাচনের ডামাডোল। তফসিল ঘোষণা না হলেও মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী ক্ষেতলাল পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার থেকে এ শোডাউন শুরু হয়। পরে মোটরসাইকেলগুলো বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইটাখোলা বাজারে গিয়ে শেষ হয়।

সেখানে এক পথ সভায় বক্তব্য দেন, ক্ষেতলাল পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বুলু, বড় তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর, মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, তরঙ্গ চৌধুরী প্রমুখ।

দুলাল মিয়া সরদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমার বিশ্বাস বিপুল ভোটে জয়লাভ করব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।