ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি

মোফাজ্জল হোসেনঃ

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মতো খাগড়াছড়িতেও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল মোত্তাকিম এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পানছড়ি ব্যাটালিয়ান (৩ বিজিবি) লৌগাং জোন বাবুরাপাড়ার অনুপম হিমাংশু মাঠে শীতার্তদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কর্ণেল আব্দুল মোত্তাকিম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। এই পরিস্থিতিতে সীমান্ত রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। নির্বাচনকে সামনে রেখে পর্যাপ্ত প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে এবং তা চলমান রয়েছে। ক্যাম্প গুলোতে পর্যাপ্ত জনবল মোতায়েন আছে এবং নির্বাচনকালীন যে কোনো সহিংসতা দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম মজুত রয়েছে। বর্তমানে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যে নজরদারি চলছে, তার অংশ হিসেবে খাগড়াছড়িতেও বিজিবি সক্রিয় রয়েছে। জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও টহল জোরদার করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজিবির সদর দপ্তর থেকেও সর্বদা তৎপর থাকার নির্দেশনা রয়েছে। যে কোনো পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলা করতে বিজিবি প্রস্তুত।

অনুষ্ঠানে ৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম (সেবা), উপ-অধিনায়ক মেজর এস এম নুরুল কায়েশ, লোগাং বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোকলেসুর রাহমানসহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি

আপডেট সময় : ০৭:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি

মোফাজ্জল হোসেনঃ

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মতো খাগড়াছড়িতেও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল মোত্তাকিম এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পানছড়ি ব্যাটালিয়ান (৩ বিজিবি) লৌগাং জোন বাবুরাপাড়ার অনুপম হিমাংশু মাঠে শীতার্তদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কর্ণেল আব্দুল মোত্তাকিম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। এই পরিস্থিতিতে সীমান্ত রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। নির্বাচনকে সামনে রেখে পর্যাপ্ত প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে এবং তা চলমান রয়েছে। ক্যাম্প গুলোতে পর্যাপ্ত জনবল মোতায়েন আছে এবং নির্বাচনকালীন যে কোনো সহিংসতা দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম মজুত রয়েছে। বর্তমানে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যে নজরদারি চলছে, তার অংশ হিসেবে খাগড়াছড়িতেও বিজিবি সক্রিয় রয়েছে। জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও টহল জোরদার করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজিবির সদর দপ্তর থেকেও সর্বদা তৎপর থাকার নির্দেশনা রয়েছে। যে কোনো পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলা করতে বিজিবি প্রস্তুত।

অনুষ্ঠানে ৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম (সেবা), উপ-অধিনায়ক মেজর এস এম নুরুল কায়েশ, লোগাং বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোকলেসুর রাহমানসহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।