খাগড়াছড়িতে আ.লীগের মিছিল: সাবেক প্রতিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৩:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ১০৪৯ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে আ.লীগের মিছিল: সাবেক প্রতিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়িতে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ২৩ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ার করেছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ায় করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের কিছু ব্যক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করছেন। এ ছাড়া আসামিরা এসব কর্মকাণ্ডে অর্থায়ন, সহায়তা ও উৎসাহ দিতেছেন।
এ মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র রফিকুল আলম, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী অপু। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেছেন উল্লেখ করে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ব্যানারে গতকাল সোমবার খাগড়াছড়ি সদরের বটতলী উচ্চ বিদ্যালয় এলাকায় মাথায় হেলমেট ও মুখে মাস্ক পড়ে ঝটিকা মিছিল করে। সেখানে ৪০–৫০ জন লোক অংশ নেয়।


















