DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত শতাধিক

Astha Desk
জুলাই ১৮, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত শতাধিক

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে উভয় দলের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্ত্বরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষে আহত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় সরকারের ১ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা আয়োজন করে জেলা বিএনপি। এ সময় শহরের শাপলা চত্বরস্থ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এতে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিমেলেন্দু চৌধুরী বলেন, সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা শহরের নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিএনপির লোকজন হামলা চালায়। এতে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।

স্থানীয়রা জানান, বিএনপির এক দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে জেলা শহরের শাপলা চত্ত্বরে দলীয় কার্যালয়ে জড়ো হয় নেতা-কর্মীরা। একই সময়ে পূর্বঘোষিত শান্তি সমাবেশের জন্য শহরের নারকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে জড়ো হন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এক পর্যায়ে দুপক্ষ শহরের শাপলা চত্ত্বরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এখনো সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এদিকে বেলা ১২টার পর খাগড়াছড়ি পৌরসভার ভেতরে ভাঙচুর চালানো হয়৷ সেই সঙ্গে বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়৷

আওয়ামীলীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ায়, উভয় দলের আহত শতাধিক। টিয়াস সেল নিক্ষেপ, অতিরিক্ত পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নামানো হয়েছে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী অভিযোগ করে বলেন, বিএনপির লোকজন পৌরসভা গেটের ভেতরে ডুকে পুরো পৌরসভা ভাঙচুর করছে। এ ছাড়া তারা পৌরসভার মোটরসাইকেলও পুড়িয়ে দিয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০