খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ঘোষিত (১-৩১ মার্চ’২০২২) দাওয়াতি মাসের কার্যক্রম খাগড়াছড়িতে উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৫মার্চ) দুপুর ১২টায় খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগস্থ কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন, ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটর সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হুসাইন।
সংগঠনটির খাগড়াছড়ি জেলার কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজী পরিচালিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, শ্রমিক আন্দোলনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহা. আল আমিন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সাধারণ সম্পাদক মাওলানা বশির উদ্দিন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ জেলা কমিটর সাধারন সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান, ইসলামী আন্দোলন রামগড় উপজেলা কমিটির সাধারন সম্পাদক নুর নবী মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন জেলা কমিটির প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুহা. ইব্রাহীম খলিলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেৃতবৃন্দ।
এসময় বক্তাগণ বলেন, বর্তমানে দেশে চরম দুর্দিন চলছে। চার দিকে হাহাকারা। চাউল, ডাল, গ্যাস, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম ঊর্ধ্বগতি, দুর্নীতি চরম আকার ধারণ করেছে। এ থেকে সচেতন মানুষ পরিত্রাণ চায়। একমাত্র ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মুক্তি সম্ভব। ইসলামী আন্দোলন বাংলাদেশ কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।মানবতার মুক্তি, আদর্শ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠাতার লক্ষ্যে সকলকে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।