খাগড়াছড়িতে ছিনতাইকৃত মোবাইলসহ আটক-১
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলায় ছিনতাইকৃত ৪টি মোবাইলসহ ছিনতাইকারীকে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, গত ১৪ নভেম্বর/২৪ইং রাঁতে খাগড়াছড়ি সদর উপজেলার বিকাশ ব্যবসায়ী জনৈক মেনন ধর বাড়ীর উদ্দেশ্যে দোকান থেকে বের হয়ে রওয়ানা হয়ে ৩নং পৌর ওয়ার্ডস্থ খাগড়াছড়ি গেইট এর সামনে পাকা রাস্তার উপর পৌছালে অজ্ঞাতনামা ৩ (তিন) জন ব্যক্তি তাকে ছুরিকাঘাতসহ মারধর করে বাদীর নিকটে থাকা ব্যাগের ভিতর নগদ ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, মোবাইলফোন এবং ট্যাবসহ ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে খাগড়াছড়ি সদর থানায় গত ১৭ নভেম্বর/২৪ইং তারিখ নিয়মিত মামলা রুজু হয়।
মামলার সূত্র ধরে আজ ৮ ডিসেম্বর/২৪ইং খাগড়াছড়ি সদর থানাধীন গঞ্জপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই ঘটনার সাথে জড়িত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউপির গৌরাঙ্গ পাড়ার বাসিন্দা আব্দুল মান্নান এর ছেলে মোঃ মীর হোসেন (২৬)কে আটক করা হয়।
পুলিশ সূত্রে আরও দাবী করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, তার অপর দুইসহযোগীসহ উক্ত ঘটনার সংঘটিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তি মূলে জানাযায়, মামলা রুজুর পরবতীর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় খাগড়াছড়ি থানার আভিযানীক টিম ৮নভেম্বর/২৪ইং তারিখ রাঁত অনুমান আড়াইটার দিকে আটক করে।
সূত্রের দাবী আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে জড়িত অপর আসামীদেরকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।