খাগড়াছড়িতে নির্বাচন প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জামায়াতের জেলা নির্বাচন প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই/২৫ইং) সকালের দিকে জেলা সদরের দারুল আইতাম মাদ্রাসায় দলীয় কার্যলয়ে এ কর্মশালা অনুষ্টিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার উদ্যোগে ২৯৮ নং খাগড়াছড়ি আসনের নির্বাচন কমিটির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জেলা আমীর ও আসন পরিচালক অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন, আসন সচিব মোহাম্মদ ইউসুফ এবং নির্বাচন কমিটির সদস্য অধ্যক্ষ আবুল হোসেন প্রমূখ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।