খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
- আপডেট সময় : ০৭:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ১১২৯ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্টিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায় ও বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা সেক্রেটারী ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়র সিনিয়র শিক্ষক ইউসূফ আলী আদনান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়র সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়রের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষক সমিতির সদস্য প্রিয় বসু ত্রিপুরা, নুসরাত রিয়াজী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা, শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন ও সহকারি শিক্ষক পদটি এন্টিপদ ৯ম গ্রেড হিসেবে বাস্তবায়নসহ চারটি দাবি তুলে ধরেন, এন্ট্রি পদ নবম গ্রেটসহ বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, চারস্তরীয় একাডেমি পদসোপান, বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়ন।
পরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।